চট্টগ্রামে এক প্রবাসীর কাছ থেকে সোনা ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক হয়েছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। একই সঙ্গে আটক হয়েছেন তার সোর্স শহীদুল ইসলাম ওরফে জাহিদ। ঘটনার সঙ্গে জড়িত এক সিএনজিচালিত অটোরিকশাচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম। 

রোববার (১৯ মে) বিকেলে খুলশী থানার টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত এসআই সোনা ছিনতাইয়ের সময় সোর্সসহ হাতেনাতে আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সৌদি প্রবাসী আব্দুল খালেক সোনা নিয়ে যাওয়ার পথে টাইগারপাস এলাকায় তাকে আটকে দেন এসআই আমিনুল ইসলাম। এ সময় সোনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এসআই আমিনুল ও তার সোর্স জাহেদকে আটক করেন। পরে তাদের খুলশী থানার একটি টিমের কাছে হস্তান্তর করা হয়।

ওই প্রবাসীর কাছ থেকে কী পরিমাণ সোনা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল, সেটি এখনো জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

এমআর/কেএ