স্বাস্থ্যসেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন খাতে ইউজার ফি যথাযথভাবে আদায় করতে নীতিমালা তৈরির সুপারিশ করেছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। 

রোববার (১৯ মে) দ্বাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠকে সদস্যরা এই সুপারিশ করেন।

কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, ফয়জুর রহমান, মো. মুজিবুল হক, মো. জাহিদ মালেক, ফজিলাতুন নেসা, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নূর মোহাম্মদ ও মো. নজরুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে কমিটির ২য় বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করা হয়।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি অডিট আপত্তি এবং স্বাস্থ্য সেবা বিভাগ একটি অডিট আপত্তির বিষয়ে  আলোচনা করা হয়। কমিটির সদস্যরা স্বাস্থ্য অধিদপ্তরকে সিঅ্যান্ডএজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অডিট আপত্তিগুলো পর্যালোচনা করার জন্য পরামর্শ দেন।

একইসঙ্গে এসব বিষয় প্রমাণ সাপেক্ষে নিষ্পত্তি করে বাকি টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য জাহিদ মালেককে আহ্বায়ক করে এবং নূর মোহাম্মদ ও মো. নজরুল হকের সমন্বয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, সিঅ্যান্ডএজি কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচটি/জেডএস