মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের যানজট কমাতে ট্রাফিক পুলিশের ৫ পদক্ষেপ
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আসাদগেট, ধানমন্ডি এবং বসিলাকে সংযোগকারী এ রাস্তার আশেপাশেই রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। নানা কারণে সেখানে যানজট লেগেই থাকত। ফলে দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষের। এ এলাকার যানজট কমাতে ৫টি পদক্ষেপ নিয়েছে তেজগাঁও ট্রাফিক ডিভিশন পুলিশ।
তেজগাঁও ট্রাফিক বিভাগ জানায়, এ এলাকার যানজট কমাতে ৫টি পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সব গণপরিবহনের অস্থায়ী পার্কিং অপসারণ, বসিলা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ননস্টপ সার্ভিস চালু করা, বাসস্ট্যান্ড থেকে বসিলা চার রাস্তার মোড় পর্যন্ত অবৈধ হকার উচ্ছেদ করে শতভাগ রাস্তা যানবাহন চলাচলের উপযোগী করা, বাসস্ট্যান্ড কেন্দ্রিক বিআরটিসির বাস ডিপো থাকায় বিআরটিসির বাস দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করার সুযোগ না দেওয়া এবং মোহাম্মদপুর বাসস্ট্যান্ড কেন্দ্রিক নতুন সার্কুলেশন প্ল্যান বাস্তবায়ন করা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নতির স্বার্থে বাসস্ট্যান্ডর অপ্রয়োজনীয় বিষয়াদি অপসারণ করে রাস্তা ও ইন্টারসেকশন প্রশস্ত করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে চিঠি ইস্যু করা হয়েছে।
ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল বলেন, এখানকার যানজট অনেকটাই কমেছে। আজকের এই অবস্থা শুধু একদিনের ফসল নয়, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোস্তাক আহমদের দিকনির্দেশনায় আমরা অনেকদিন ধরেই বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছি। ক্রমাগত প্রচেষ্টা এবং নিরলসভাবে লেগে থাকায় নতুন ট্রাফিক পরিকল্পনার বাস্তবায়ন হলো, যার সুফল এখন নগরবাসী পাচ্ছে।
এআর/এসকেডি