চট্টগ্রামে অটোরিকশাচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১০ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

মঙ্গলবার (১৪ মে) চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট মোড় ও ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২৬ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. সোলেমান (৪৫), আব্দুল্লাহ (২৭), আবুল কালাম (৩০), রুবেল (৩১), মামুন (৩৪), বিমল বড়ুয়া (৬৫), আব্দুল হালিম (৪০), রাসেল (৩৮), আব্দুল গনি (৩৫) ও শাহজাহান (৪৩)।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, অটোরিকশা চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় তাদের আটক করা হয়েছে। এখানে চাঁদা না দিলে চালকদের মারধরের ঘটনাও ঘটে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এমজে