মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনের সুপারিশ
জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচনার ভিত্তিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বুধবার (১৫ মে) সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটি সদস্য আ. ক. ম মোজাম্মেল হক, গোলাম দস্তগীর গাজী, আব্দুল লতিফ সিদ্দিকী ও মাহফুজা সুলতানা অংশ নেন।
আরও পড়ুন
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সার্বিক কার্যক্রম নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। এ সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জনসাধারণের সুবিধার্থে লিফট স্থাপনের বিষয়টি উঠে আসে। পরে কমিটির সদস্যরা একটি ক্যাপসুল লিফট স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচটি/এমজে