চট্টগ্রামের মিরসরাইয়ে কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। সেটি উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (১৪ মে) মিরসরাই উপজেলার হিংঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াসের কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সদৃশ এই বস্তুর সন্ধান পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটির সন্ধান পাওয়া যায়। এটি এখনো অবিস্ফোরিত অবস্থায় রয়েছে, যা বিস্ফোরণ হলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে স্থানীয়রা। সেটি উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জিএস জাহেদ হাসান ফিরোজ নামে এক প্রত্যক্ষদর্শী ফেসবুক পোস্টে লেখেন, ‘মাটি খুঁড়ে একটা গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় পেয়েছি। আমার ধারণা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া এই গ্রেনেড যে কোনো কারণে হয়তো বিস্ফোরণ হয়নি। দীর্ঘ সময় মাটিচাপা থাকার কারণে উপরের আবরণের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল হারুন ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা আজকে খবর পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্রেনেড সদৃশ বস্তুটি নিরাপদ স্থানে আছে। আমরা এই ব্যাপারে এক্সপার্ট না। এটি উদ্ধার করতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এক্সপার্টরা আসছেন। এরপর বিস্তারিত জানা যাবে।’

আরএমএন/এমজে