বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষ্যে অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিবছরের মতো অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও আগামী ১৭ মে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস’ উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন’। এ উপলক্ষ্যে বিটিআরসির পক্ষ থেকে অনলাইন রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এটি সারা দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। রচনার বিষয় হচ্ছে– ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব’।

প্রতিযোগিতায় অংশ নিতে মানতে হবে যেসব নিয়ম

অনলাইন রচনা প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিচের নিয়মগুলো মানতে হবে–

১. রচনা স্বরচিত ও অপ্রকাশিত হতে হবে।

২. শব্দ সংখ্যা হতে হবে ১৯০০-২০০০ শব্দের মধ্যে।

৩. রচনা এ-ফোর এমএস ওয়ার্ড ফাইলে বাংলা (নিকষ ফন্টে) অথবা ইংরেজি (টাইমস নিউ রোমান ফন্টে) টাইপ করা হতে হবে।

৪. রচনা কমিটির আহ্বায়কের কাছে ই-মেইলের (wtisd24@btrc.gov.bd) মাধ্যমে পাঠাতে হবে।

৫. নির্ধারিত সীমার (১৯০০-২০০০) মধ্যে রচনার শব্দসংখ্যা সীমিত রাখতে হবে। অন্যথায় প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

৬. মূল রচনার কোনো পৃষ্ঠায় প্রতিযোগীর পরিচিতি লেখা যাবে না। রচনার সঙ্গে আলাদা পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, কলেজ পর্যায়ে হলে অধ্যয়নরত শ্রেণি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে হলে বর্ষ ও ডিগ্রির নাম (স্নাতক বা সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রির নাম এবং বিভাগের নাম) শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, আবাসিক ঠিকানা, সংক্ষিপ্ত পরিচিতি, মোবাইল ফোন
নম্বর, ই-মেইল ঠিকানা তারিখসহ সই করে পাঠাতে হবে।

৭. বিজয়ী প্রতিযোগীদের চিঠি পাঠিয়ে, ই-মেইল ও ফেসবুক যোগে প্রতিযোগিতার ফল জানানো হবে।

৮. অনলাইনে রচনা জমা দেওয়ার শেষ সময়সীমা ১৫ মে (বুধবার) রাত ১২টা পর্যন্ত।

৯. রচনার মান নির্ধারণ ও স্কোর নির্বাচনের ক্ষেত্রে বিচারক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।

প্রতিযোগিতায় যারা অংশ নেবেন তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কার দেওয়া হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের সশরীরে উপস্থিত হয়ে পুরস্কার নিতে হবে।

আরএইচটি/এসএসএইচ