বাহরাইনের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ বিন আদেল ফাখরুর সঙ্গে বৈঠক করেছেন সেখানকার বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

গত ৮ মে বাহরাইনের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দপ্তরে হওয়া বৈঠকের তথ্য জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, গত ৮ মে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাহরাইনের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ বিন আদেল ফাখরুর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন।

এনআই/এসএম