তীব্র গরমের পর জনজীবনে স্বস্তি এনেছে ঝড়-বৃষ্টি। ঝড়ের পাশাপাশি গত কয়েকদিনে ঘন ঘন বজ্রপাত হয়েছে। এ বজ্রপাতে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই বজ্রপাতের সময় কীভাবে এমন বিপদ এড়াবেন তা জানা জরুরি।

বজ্রপাত হলে প্রথমে এসি, টিভি, ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। সুইচ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্লাগ থেকে লাইন খুলে রাখতে পারেন।

‘আর্থিং’ করা আছে বলে বজ্রপাতে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অক্ষত থাকবে– এমন ধারণা সঠিক নয়। অনেক সময় ‘আর্থিং’ করা থাকলেও বিপদ হতে পারে।

শুধু ফ্রিজ কিংবা টিভি নয়, বজ্রপাতের সময় ওয়াইফাই রাউটার চালানো থাকলে সেটাও বন্ধ করে দিন। না হলে রাউটার নষ্ট হয়ে যেতে পারে।

মোবাইল ফোন চার্জে দেওয়া থাকলে প্লাগ থেকে তা খুলে নিন। চার্জ না থাকলেও বজ্রপাতে চার্জ দেওয়ার ঝুঁকি নেবেন না।

বজ্রপাতের সময় যদি ল্যাপটপ চালাতে হয় তাহলে প্লাগ থেকে খুলে ব্যাটারি দিয়ে চালাতে পারেন। কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ যেন না থাকে।

এসএসএইচ