চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহন (৩১) নামে এক মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে কোস্ট গার্ড। 

মুহাম্মদ ঈসা এমটিটি সাপানগারে নামে একটি জাহাজে কর্মরত ছিলেন। গত ৮ মে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজের ডেকের ওপর কাজ করার সময় তিনি পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনার পর থেকে তার মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। একপর্যায়ে আজ (শুক্রবার) বিকেলে বহির্নোঙরে ভাসতে দেখে কোস্ট গার্ডের জাহাজ জয় বাংলা মরদেহটি উদ্ধার করে। 

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, মরদেহটি পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে ওই নাবিকের মরদেহ প্রেরণ করা হবে।

এমআর/পিএইচ