উন্নয়ন নিয়ন্ত্রণ শাখায় ওয়ান স্টপ সেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রোটোকল) তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, গতকাল (বুধবার) রাজধানীর কলাবাগান এলাকার লেক সার্কাসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ শাখার ওয়ান স্টপ সেবার মাধ্যমে একটি ১৩ তলা বিশিষ্ট বহুতল ভবনের নকশা দ্রুততম সময়ের মধ্যে অনুমোদন করে মালিকের নিকট হস্তান্তর করা হয়।

পর্যায়ক্রমে রাজউকের সব শাখায় এই ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি।

এএসএস/এমজে