সিনোফার্ম উদ্ভাবিত ভ্যাকসিন

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। অধিদফতর গঠিত টেকনিক্যাল কমিটি এ সুপারিশ করে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অধিদফতরের সহকারী পরিচালক মো. অজিউল্লা ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত চীনের টিকার অনুমোদন দেওয়া হয়নি। তবে আজ ওষুধ প্রশাসন অধিদফতরের গঠিত কমিটির এক সভায় সিনোফার্মের টিকা অনুমোদনের সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কাল অনুমোদন দেওয়া হতে পারে টিকাটি।

এই প্রসঙ্গে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, আজ দুপুরে এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির মিটিং হয়। তারা সবকিছু দেখে অনুমোদনের সুপারিশ করেছে। তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

তিনি বলেন, এ ধরনের প্রস্তাব আমাদের কাছে এসেছে, তবে চূড়ান্ত অনুমোদন না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারব না। অনুমোদনের বিষয়টি আমাদের প্রক্রিয়ার মাধ্যমে এগোচ্ছে। জরুরি অনুমোদন দিলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে।

এর আগে চীনের সিনোফার্মের এবং রাশিয়ার স্পুটনিক-৫ টিকা কেনার জন্য সুপারিশ করেছিল কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির উৎস ও সংগ্রহসংক্রান্ত কোর কমিটি। সোমবার (২৬ এপ্রিল) কমিটি তাদের এ সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

টিআই/এফআর