চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার প্রধান আসামি মো. ফারুককে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৫ মে) নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গ্রেপ্তার ফারুকদের সঙ্গে প্রতিবেশী মো. আলমগীরদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৬ এপ্রিল উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এতে গুরুতর আহত হয় আলমগীর ও তার মা রাজিয়া বেগম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ এপ্রিল মারা যান রাজিয়া।
এদিকে ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়ে যান ফারুক।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সূত্রে আসামি ফারুকের অবস্থান নগরের পাঁচলাইশ থানা এলাকায় জানা যায়। রোববার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/এমজে