চট্টগ্রামে নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’ দিয়ে যুবক কারাগারে
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ায় মো. আব্দুর রৌফ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের সাজা প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার (৩ মে) নগরের ওমরগণি এমইএস কলেজে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কারাগারে যাওয়া মো. আব্দুর রৌফ গাইবান্ধা সদর উপজেলার রূপারবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। জুয়েল মল্লিক নামে একজনের হয়ে প্রক্সি দিতে এসেছিলেন তিনি।
আরও পড়ুন
কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলার সময় মো. আব্দুর রৌফ নামে ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হয়।
পরে তার প্রবেশপত্র নিরীক্ষণ করে দেখা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।
এমআর/এমএসএ