জাপান দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ‘শোদো ওয়ার্কশপ-দ্য আর্ট অব জাপানিজ ক্যালিগ্রাফি’র আয়োজন করছে। আগামী ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে এ কর্মশালা।

শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারীতে এ কর্মশালার আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২ মে) ঢাকায় জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, জাপানি ক্যালিগ্রাফি শিল্পী সাতোকো আজুমা এই ক্যালিগ্রাফি কর্মশালাটি পরিচালনা করবেন। তিনি জাপানি ক্যালিগ্রাফি দর্শনের উপর একটি লেকচার প্রদান করবেন এবং একটি বিশাল ব্রাশ দিয়ে ক্যালিগ্রাফি প্রদর্শন করবেন। এরপর বিশেষ অতিথিরা বড় ব্রাশটি দিয়ে ক্যালিগ্রাফি করবেন এবং অন্যান্য অংশগ্রহণকারীরা আজুমা পরিচালিত কর্মশালাতে জাপানি ক্যালিগ্রাফি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

সমস্ত ক্যালিগ্রাফিক কাজ গ্যালারির দেয়ালে প্রদর্শিত হবে এবং ক্যালিগ্রাফি প্রদর্শনীটি শিল্পকলা একাডেমীতে ২৫ মে পর্যন্ত চলবে।

এনআই/এমএসএ