রাজধানীর কামরাঙ্গীরচর থেকে স্বর্ণালংকারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. ইলিয়াস ও মো. শাহাদাৎ হোসেন মানিক।

এসময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইন, স্বর্ণের গলিত দলা, নগদ ১০ হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি, একটি লোহার রড ও হ্যাক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২২ এপ্রিল দিবাগত রাতের কোনও এক সময় কামরাঙ্গীরচর থানার সিরাজনগর তারকাটা গলির একটি খালি বাসা হতে অজ্ঞাতনামা চোরেরা ১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার, একটি মাটির ও প্লাস্টিকের ব্যাংক হতে আনুমানিক ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় মামলা হয়।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পরপরই কামরাঙ্গীরচর থানা তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গত ২৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টায় কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটে অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।

ইলিয়াসের দেওয়া তথ্যমতে ওই রাতেই কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা হতে শাহাদাৎকে গ্রেপ্তার করা হয়।

এআর/পিএইচ