রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থী মাহিন আহমেদের (১৩) নিহতের ঘটনায় অভিযুক্ত চালক ও দুই পরিচ্ছন্নতা কর্মীকে চাকরিচ্যুত করেছে কর্পোরেশন। 

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আজ কর্পোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা দুটি ভিন্ন দপ্তর আদেশে তাদের চাকুরিচ্যুত করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থী মাহিনের নিহতের ঘটনায় নিজ নামে বরাদ্দকৃত গাড়ি অন্যকে দিয়ে চালানোর অপরাধে করপোরেশনের ভারী গাড়ির চালক মো. কামাল এবং দুই পরিচ্ছন্নকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী বাবুকে চাকুরিচ্যুত করা হয়।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল রাত ৯টার দিকে মুগদার মদিনাবাগ এলাকায় ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থী মাহিন নিহত হয়। সে মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

এএসএস/কেএ