চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে বেইলি ব্রিজে ওঠার সময় সিএনজি চালিত টেম্পুর নিচে চাপা পড়ে এক কলেজছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেরিঘাটের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রীর নাম ফাতেমা তুজ জোহরা (১৯)। তিনি ফাতেমা নগরের হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ফাতেমা বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার ডা. মো. হাসানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী জানান, একটি সিএনজি চালিত টেম্পু ফেরি থেকে বেইলি ব্রিজ দিয়ে পাড়ে ওঠার সময় হঠাৎ পেছন দিকে যেতে থাকে। এসময় পেছনে থাকা কলেজছাত্রী গাড়ির নিচে চাপা পড়েন। এতে গুরুতর আহত হন ওই কলেজছাত্রী। পরে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সঞ্জয় সেন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, ফাতেমা কলেজে যাচ্ছিলেন। পথে তার মৃত্যু হয়।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আবু মুসা ঢাকা পোস্টকে বলেন, ফেরিতে ওঠার ব্রিজে একটি টেম্পুর নিচে চাপা পড়ে মেয়েটি। পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জেনেছি গাড়িটি হঠাৎ পেছনের দিকে আসতে থাকে। ওই সময় গাড়ির পেছনে ছিলেন ফাতেমা। সেখানে চাপা পড়েন তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএমএন/এসএসএইচ