চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ এপ্রিল) থানার এক কিলোমিটার এলাকার নাফিজ গলির একটি ফার্নিচার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানাটির মালিক মো. আ. রব্বানকে (৪৫) আটক করা হয়। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। তিনি বলেন, সংবাদ পেয়ে কারখানায় মজুত করা ৬০০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। অভিযানে আটক কারখানা মালিকের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

এমআর/এসএসএইচ