তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। কোনোভাবেই কমছে না তাপমাত্রা। এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ (শনিবার) সকাল ১০টার দিকে উপজেলার পদুয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়।

খুতবা ও নামাজ পরিচালনা করেন পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হক।  

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে লোহাগড়া তথা পুরো বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া করেন।

নামাজে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

আরএমএন/এনএফ