রাজধানীর বিভিন্ন এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস বিচ্ছিন্নকরণের বিশেষ অভিযানের আওতায় ৭৬ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর কাজিপাড়া, শেওড়াপাড়া, পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম বলেন, মেট্রো ঢাকা বিপণন ডিভিশন (উত্তর-দক্ষিণ) ও মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের সমন্বয়ে গঠিত ৩৪টি দলের বিশেষ অভিযানে ৭৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তার মধ্যে বকেয়া বিলের কারণে ৫৯টি আবাসিক গ্রাহকের এবং অবৈধ গ্যাস ব্যবহারের জন্য ১৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ওএফএ/এমএ