মহাসড়কে অবৈধভাবে চাঁদা উত্তোলন করার সময় রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা হতে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতা নাসিরসহ সাতজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২২ এপ্রিল) সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন ভিত্তিতে র‌্যাব-১০ এর সদস্যরা। 

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, সোমবার(২২ এপ্রিল) সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শ্যামপুরের জুরাইন রেলগেট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় তিনজন চাঁদাবাজকে আটক করা হয়।

আটকরা হলেন, মো. নাসির সরদার (৩৩), অয়ন দাস (২০) ও নজরুল ইসলাম (২৫)৷ এ সময় তাদের কাছ থেকে চাঁদার এক হাজার ৩৫০ টাকা ও একটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।  

এছাড়া, র‌্যাব-১০ এর আরেকটি দল একই দিন যাত্রাবাড়ীর কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় চারজন চাঁদাবাজকে আটক করে। 

আটকরা হলেন, মো. সজিব (২৮), ইকবাল হোসেন (৩২), দিলদার (৪০) ও রাজন (৩৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদার নগদ ছয় হাজার ৭৩০ টাকা এবং দুটি কাঠের লাঠি জব্দ করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/কেএ