ইন্টারনেটের ধীরগতি থাকবে কতদিন?
কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫ এর সংযোগ সিঙ্গাপুর প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়েছে। ফলে এই ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুর অভিমুখী সব ট্রাফিক বর্তমানে বন্ধ রয়েছে। যার কারণে সারাদেশে ব্যাহত হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আবার সিঙ্গাপুর প্রান্তের বিচ্ছিন্ন হওয়া ওই ক্যাবল পুনরায় মেরামত করে চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে। এক্ষেত্রে ২-৩ দিন সময় লাগতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিষয়টি জানিয়ে শনিবার (২০ এপ্রিল) বিকেলে রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমানের সই করা ওই বার্তায় বলা হয়েছে, শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি সিঙ্গাপুর হতে ৪৪০ কিমি পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে এই কনসোর্টিয়ামের ক্যাবলটি মেরামত করে দ্রুত পুনঃসংযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, এই সময়ে কক্সবাজারে অবস্থিত সিমিইউ-৪ সাবমেরিন এবং আইটিসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বর্তমানে দেশে ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত আছে। একইসাথে বিচ্ছিন্নকৃত উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ সিমিইউ-৪ ক্যাবলে শিফটিং করা হচ্ছে। তবে সিমিইউ সাবমেরিন ক্যাবল পুনরায় মেরামত করে চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একটি মূল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সংস্থা এবং একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল অপারেটর। একইসাথে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্সও রয়েছে প্রতিষ্ঠানটির।
এর আগে বিএসসিপিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, কবে নাগাদ কুয়াকাটার সাবমেরিন কেবল সিমিউই-৫ চালু হতে পারে এটি সিঙ্গাপুরের ক্ষতিগ্রস্ত ফাইবার লাইন ঠিক করার ওপর নির্ভর করছে। এক্ষেত্রে সাধারণত কিছুটা সময় লাগে। এ ধরনের সমস্যা সমাধানের স্পেশাল ম্যানেজমেন্ট রয়েছে ও তাদের অত্যাধুনিক শিপ রয়েছে। পুরোপুরি ঠিক হতে ১-২ দিন সময় লাগতে পারেও বলেও মন্তব্য করেন তিনি।
আরএইচটি/জেডএস