রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে লাগা আগুনে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রোগীদের সবাইকে আমরা নামিয়ে এনেছি। কারো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার দুপুরে ঢাকা পোস্টকে এসব কথা বলেন পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম।

পরিচালক বলেন, হাসপাতালের বি ব্লকে আগুন লেগেছে। আগুনের চেয়ে ধোঁয়া একটু বেশি ছড়িয়েছে। ফায়ার সার্ভিস কাজ করছে। ইতিমধ্যেই সব রোগীদের আমরা সরিয়ে নিয়ে আসছি। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। 

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা এখনও বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে আশঙ্কা করছি এসি থেকে আগুন লেগে থাকতে পারে। 

টিআই/এনএফ