রাজধানীর মোহাম্মদপুরের দুটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নাছিমা মেডিকেল হলের হুমায়ুন কবিরকে বিভিন্ন অনিয়মের কারণে দেড় লাখ টাকা ও বাদল ফার্মেসির মোশারফ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭ থেকে রাত ১০টা পর্যন্ত মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও জহুরী মহল্লায় অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-২ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার এডিসি মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কৃষিমার্কেট ও জহরি মহল্লার দুটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও ভুয়া ডাক্তার পরিচয় দেওয়ায় ভোক্তা অধিকার আইনে দুই ফার্মেসিকে পৃথকভাবে আড়ই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদর দফতরের এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, আমরা দুটি ফার্মেসিতে অভিযান চালাই। বাদল ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ওষুধ, ফার্মাসিস্টের লাইসেন্স না থাকা ও ডাক্তারের নিবন্ধন ব্যতীত সাদা কাগজে প্রেসক্রিপশন করায় ভোক্তা অধিকারের বিভিন্ন ধারায় মো. মোশারফ হোসেনকে এক লাখ জরিমানা করা হয়। 

তিনি বলেন, একই অপরাধে নাসিমা মেডিকেল হলের হুমায়ুন কবিরকে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা। তাদেরকে এমন কাজ না করার জন্য সর্তক করে দেওয়া হয়েছে।

এসএএ/ওএফ