মোহাম্মদপুর থেকে অস্ত্রসহ মাদক কারবারি আটক
রাজধানীর মোহাম্মদপুর বিদেশী পিস্তলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-২। আটকের নাম মো. সালমান খান (২৪)।
সোমবার (২৬ এপ্রিল) র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো.আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, র্যাব-২ এর টহল দলের কাছে তথ্য আসে একদল মাদক কারবারি মাদক ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অবস্থান করছে। পরে সোমবার বিকেলে ঢাকা উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী চাঁদাবাজ ও মাদক কারবারি সালমান খানকে গ্রেফতার করে। এসময় তার কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে সে চাঁদা আদায় করত। চাঁদাবাজি ছাড়াও মাদক কারবারি, চুরি, ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। বেশিরভাগ সময় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু ছিনতাই করত। এছাড়াও ঢাকা উদ্যান এলাকার মাদক কারবারও সালমান খানের নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।
এমএসি/ওএফ