বন্ধ যাত্রী পারাপার, ওয়াটার ট্যাক্সিতে চলছে আনন্দ ভ্রমণ
ঈদের দ্বিতীয় দিনেও বন্ধ আছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিতে সব ধরনের যাত্রী পারাপার। ঈদ আনন্দ ভ্রমণের নামে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ঘাটগুলো ঘুরে দেখা গেছে, টিকিট কাউন্টারগুলোর সামনে কাগজে প্রিন্ট করা নোটিশ টানিয়ে রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে, শুধুমাত্র ৮০ টাকা ভাড়ায় আনন্দ নৌ ভ্রমণ প্যাকেজ চালু থাকবে।
বিজ্ঞাপন
এদিকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ঘাটগুলোতে প্রচুর সংখ্যক দর্শনার্থী, অভিভাবক তাদের সন্তান-পরিবার নিয়ে ৮০ টাকা টিকিটে আনন্দ ভ্রমণ করছেন। ওয়াটার ট্যাক্সির চারটি ঘাটেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এছাড়া টিকিট কেটে লাইনে অপেক্ষা করতেও দেখা গেছে অনেককে।
আনন্দ ভ্রমণ প্যাকেজ বিষয়ে গুলশান ওয়াটার ট্যাক্সি ঘাটের ব্যবস্থাপনা টিমের সদস্য আহসান হাবিব বলেন, ঈদের আগে থেকেই এ বিষয়ে আমরা কাউন্টারের সামনে নোটিশ টানিয়েছি। নির্দিষ্ট এই কয়দিন সব ধরনের যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে আগেই। এই সময়ে শুধুমাত্র যাত্রীরা ৮০ টাকার বিনিময়ে (জনপ্রতি) এক ঘণ্টা হাতিরঝিলে আনন্দ ভ্রমণ করতে পারবে। ঈদের চতুর্থ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে, এরপর থেকে আবার সাধারণ নিয়মে সকাল থেকে রাত পর্যন্ত যাত্রী পারাপার শুরু হবে।
উত্তর বাড্ডা থেকে রিকশাযোগে গুলশান ওয়াটার ট্যাক্সি ঘাটে এসেছেন ফয়সাল আহমেদ নামের একজন যাত্রী। তিনি এফডিসি ঘাটে যাওয়ার জন্য এই ঘাটে এসেছেন। কিন্তু তিনি এসে জানতে পারলেন সাধারণ যাত্রী পারাপার আজ বন্ধ আছে।
এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত দূর থেকে এই ঘাটে এলাম এফডিসি ঘাটে যাব বলে, কিন্তু এসে দেখি যাত্রী পারাপার বন্ধ। এটাতো গণমানুষের পরিবহন এখানে কেন আনন্দ ভ্রমণের নামে যাত্রী পারাপার বন্ধ থাকবে? ঈদের দিন বন্ধ ছিল সেদিন আনন্দ ভ্রমণ হয়েছে সেটা না হয় মেনে নেওয়া যায়। তাই বলে চার দিন যাত্রী পরিবহন বন্ধ থাকবে এটা আসলেই বিরক্তিকর বিষয়। তারা সাধারণ যাত্রীর কথা না ভেবে, ঈদ আনন্দ ভ্রমণের নামে মানুষের পকেট কাটতে ব্যস্ত। সাধারণ যাত্রী পারাপার বন্ধ করে, তারা এখন আনন্দ ভ্রমণের নামে ব্যবসা চালাচ্ছে।
এএসএস/জেডএস