ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রবেশে লম্বা লাইন, রাইডে চড়তেও অপেক্ষা
ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডিএনসিসির ওয়ান্ডারল্যান্ড পার্ক। বিনোদনকেন্দ্রটিতে প্রবেশ করতে যেমন তৈরি হয়েছে লম্বা লাইন, তেমনি রাইডে চড়তেও লাইনে অপেক্ষা করতে হচ্ছে বিনোদনপ্রেমীদের। এতে শিশুদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে সরেজমিন ওয়ান্ডারল্যান্ড পার্কে দেখা যায়, পার্কে প্রবেশ করতে দলবেঁধে অপেক্ষা করছেন বিনোদনপ্রেমীরা। পার্কটির ভেতর যেন তিল ধারনের জায়গা নেই। এমনকি ভেতরে অবস্থিত রাইডে চড়তেও শিশুদের লাইনে অপেক্ষা করতে হচ্ছে।
বিজ্ঞাপন
কথা হয় পার্কে আসা অভিভাবক এনামুল হকের সঙ্গে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি পার্কে এসেছেন। এনামুল বলেন, ঈদে তো বাচ্চারা ঘুরতে চায়, তাই এখানে নিয়ে এসেছি। আগে শিশুপার্ক ছিল, কিন্তু সেটা তো এখন বন্ধ। তবে এখানে এসে ভালোই লাগছে, বাচ্চারা আনন্দ করছে।
আরেক দর্শনার্থী সাব্বির হোসেনও তার সন্তানদের নিয়ে ওয়ান্ডারল্যান্ড পার্কে এসেছেন। তিনি বলেন, আসলে ঈদে ঢাকায় বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি বা আনন্দ করার জায়গা কম। ঈদ ছাড়া বাচ্চাদের নিয়ে খুব একটা ঘোরাঘুরিও করা হয় না। তাই চলে এলাম। পার্কে আসার পর বাচ্চারা আনন্দ করছে, দেখে ভালো লাগছে।
তবে পার্কের ভেতরে রাইডের জন্য দীর্ঘ লাইন থাকায় ভোগান্তিতে পড়েছেন অভিভাবকরা। মাসুদ করিম নামে এক অভিভাবক বলেন, প্রত্যেকটা রাইডের জন্য লম্বা লাইন।আমরা না হয় অপেক্ষা করতে পারি, কিন্তু বাচ্চারা তো পারে না। তারা অস্থির হয়ে ওঠে।
আরেক অভিভাবক রাইসুল ইসলাম বলেন, আজ এখানে প্রচুর মানুষ এসেছেন। ভিড়ের কারণে স্বাচ্ছন্দ্যে বাচ্চাদের নিয়ে ঘোরা যাচ্ছে না। আবার প্রতিটা রাইডের জন্য লম্বা লাইন, বাচ্চারাও লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে।
ওএফএ/জেডএস