টিসিবির পণ্য অন্য জায়গায় বিক্রির অভিযোগে র্যাবের অভিযান
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বস্তা পরিবর্তন করে অন্য জায়গায় বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আগারগাঁও তালতলা বাজার সংলগ্ন সরকারি কোয়াটার কলোনিতে অভিযান শুরু করে র্যাব-২ এর একটি দল। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
বিজ্ঞাপন
অভিযান সম্পর্কে র্যাব-২ এর সিপিসি (সদর) মেজর সাঈফ জানান, যেসব পণ্য সরকারি মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করার কথা সেগুলো অন্যত্র সরিয়ে বিক্রি করা হচ্ছিল। এসব করছেন টিসিবির ডিলার। ইতোমধ্যে শতাধিক বস্তা টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। অভিযান চলমান। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এসকেডি