আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম প্রধান সেলিমকে (৩৯) রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়ি চুরি চক্রের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গাড়ি চোর দলের সদস্যরা নিরীহ মানুষকে কটু কৌশলে বোকা বানিয়ে এমনকি অনেক সময় আক্রমণ করে বাস, প্রাইভেটকার, পিকআপ, ট্রাক, মোটরসাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি চুরি ডাকাতি করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। তাদের চুরি ডাকাতির ভয়ে এলাকার লোকজন সর্বদা আতংকে থাকে।
বিজ্ঞাপন
র্যাব-১ দীর্ঘদিন ধরে চোরচক্রকে গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম ছায়াতদন্ত পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১২টায় র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর থানায় গত ২৭ মার্চ দায়ের করা মামলার পেশাদার বাইক চোর ও সন্দিগ্ধ পলাতক আসামি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে আছে।
ওই তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-১ দলটি অভিযান পরিচালনা করে চোরচক্রের সক্রিয় সদস্য আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি কালো রঙের চাবি, ২টি টি-টাইপ স্ক্র-ড্রাইভার(স্টার ও ফ্লাট) এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/জেডএস