ছাদভর্তি যাত্রী নিয়ে আধা ঘণ্টা বিলম্বে ঢাকা ছেড়েছে রংপুরগামী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস (৭৭১)। এছাড়া আরও বেশ কয়েকটি ট্রেন কম-বেশি ৩০ মিনিট দেরিতে ঢাকা ছেড়েছে। 

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে এ চিত্র দেখা গেছে।

সকাল ৯টা ১০ মিনিটে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ততক্ষণ পর্যন্ত রংপুর এক্সপ্রেসের রেক কোনো প্লাটফর্মে দেওয়া হয়নি। সেই সময় দেখা গেছে হাজারও মানুষ চাতক পাখির মতো লাইনের দিকে তাকিয়ে আছেন কখন রেক প্ল্যাটফর্মে দেওয়া হবে সেটা দেখার জন্য। অবশেষে ৯টা ১২ মিনিটে ৩ নাম্বার প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনের রেক দেওয়া হয়।

প্ল্যাটফর্মে রেক আসার কয়েক মিনিটের মধ্যেই ছাদে উঠতে শুরু করেন যাত্রীরা। এর মধ্যে যারা টিকিট সংগ্রহ করেছিলেন তারা ট্রেনের ভেতরে উঠেছেন অনেকটা কষ্টে। ভিড় ঠেলে যারা দরজা দিয়ে উঠতে পারছেন না তারা জানালা দিয়ে ওঠার চেষ্টা করেছেন। অবশেষে সাড়ে ৯টার দিকে দেখা যায় পুরো ট্রেন ভর্তি হয়ে গেছে যাত্রীতে। ভেতরে বিন্দু পরিমাণ জায়গা নেই। প্রতি কোচের ছাদে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী উঠতে দেখা গেছে।

ট্রেনের যাত্রী আজিজুর রহমান বলেন, ভেতরে প্রচণ্ড গরম। পুরো কোচ মানুষে ভর্তি। কেউ যদি কোচের মাঝ থেকে ওয়াশরুমে যেতে চায়, তারও অন্তত ৫ মিনিট সময় লাগবে। ভোগান্তি হলেও ঈদযাত্রাটা অন্যরকম। সবাই তো বাড়িতেই যাচ্ছে মা-বাবার কাছে।

তিনি আরও বলেন, এত ব্যবস্থাপনার মধ্যে এত মানুষ কীভাবে স্টেশনে ঢুকল সেটা বুঝলাম না। ট্রেন ভর্তি হাজারো মানুষ। 

বিলম্ব হওয়া ও ছাদে যাত্রী ওঠা প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, উত্তরবঙ্গের ট্রেনগুলো দেরিতে আসার ফলে ট্রেনগুলো দেরিতে যায়। কারণ ঢাকায় আসার পর ট্রেনগুলোকে ওয়াশ করতে হয়, আরো অনেক কাজ করতে হয়। এ কারণেই ট্রেনগুলো বিলম্বে ছাড়ছে। 

তবে ছাদে যাত্রী ওঠা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ওই কর্মকর্তা।

এমএইচএন/জেডএস