ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং দোকান বরাদ্দ প্রাপক সমিতির বাৎসরিক প্রতিনিধি নির্বাচনের আয়োজন করতে কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৫ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটি গঠন করে দিয়েছেন।

সচিব আকরামুজ্জামান জানান, গঠিত কমিটি মার্কেট সমিতির সদস্যদের সঙ্গে সভা করে প্রকৃত প্রাপকদের তালিকা অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন করবে। এছাড়া মার্কেট সমিতির গঠনতন্ত্র ও সরকারি বিধি বিধান পর্যালোচনা করে নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে,  কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। পাশাপাশি নির্বাচন কমিশনার করা হয়েছে ডিএসসিসির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা  এবং রাজস্ব কর্মকর্তাকে (বাজার ও বিবিধ রাজস্ব পরিবীক্ষণ)।

এএসএস/এমজে