ঈদযাত্রার ১ম দিন
ট্রেনের সময় বিলম্ব হওয়া নিয়ে যা বললেন স্টেশন ম্যানেজার
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শুরু হয়েছে বিশেষ ট্রেনযাত্রা। বুধবার (৩ এপ্রিল) সকাল থেকেই কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। তবে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর থেকে যথাসময়ে ছেড়ে যেতে বেশ কিছুটা সময় বিলম্বের ঘটনাও ঘটেছে।
বিষয়টি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। তবে একটি ট্রেন ছাড়তে কিছুটা সময় বিলম্ব হয়েছে। আপনারা জানেন, আজ ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন। আমরা গত ২৪ মার্চ ট্রেনের যে অগ্রিম টিকিট বিক্রি করেছিলাম সেটির আজ প্রথম দিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা সবগুলো ট্রেনই যথাসময়ে ছাড়তে পেরেছি। শুধু একটি ট্রেনের ১ ঘণ্টা ডিলে (দেরি) হয়েছে। এর কারণ, উত্তরবঙ্গের বা পশ্চিম অঞ্চলের ট্রেনগুলো সেখান থেকে আসার পর আবার প্রস্তুত করে সেগুলো ফিরতি ট্রিপে চালাতে হয়। ওই ট্রেনগুলো যদি বিলম্বে কমলাপুর আসে তাহলে আমাদেরও বিলম্বে ছাড়তে হয়।
ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার বলেন, আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। অন্যান্য সময়ের চেয়ে এখন মানুষের ভিড় বেশি। সেজন্য প্রতিটি স্টেশনেই যাত্রী উঠানামার জন্য দুই মিনিট করে সময় বাড়ানো হয়। সেজন্য কিছুটা সময় বিলম্ব হয়েছে। আর মূল কথা হচ্ছে, মানুষজন যেন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আমরা আশা করছি গতবারের মতো এবারও সবাই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন।
আরও পড়ুন
সপ্তাহজুড়ে অনলাইনের মাধ্যমে যেসব যাত্রী ট্রেনের টিকিট কাটতে পেরেছেন তারাই কেবল আজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন। অর্থাৎ গত ২৪ মার্চ যেসব যাত্রী ৩ এপ্রিলের অগ্রিম টিকিট কেটেছেন তারাই আজ গ্রামে পাড়ি জমাচ্ছেন।
আজ কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোরেই ট্রেন ছাড়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯), দ্বিতীয় ট্রেন কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬), তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯), নীলসাগর (৭৬৫), সোনার বাংলা (৭৮৮), এগারো সিন্দুর (৭৩৭), তিস্তা (৭০৭), মহানগর প্রভাতি (৭০৪), সুন্দরবন (৭২৬), মহুয়া (৪৩), কর্ণফুলি (০৪), রংপুর এক্সপ্রেস (৭৭১), তিস্তা (৩৪), জামালপুর এক্সপ্রেস (৭৯৯) পর্যায়ক্রমে ছেড়ে গেছে।
অপরদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলও টিকিট বিক্রি করা হবে। একইসঙ্গে যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকেও পাওয়া যাবে।
আরএইচটি/পিএইচ