যাত্রী ওঠানামা ক্যান্টনমেন্ট স্টেশনে
বিমানবন্দরে দাঁড়াবে না নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস
ঈদে ট্রেনের শিডিউল ঠিক রাখতে আজ বুধবার (৩ এপ্রিল) থেকে আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস (৭৬৫/৭৬৬) ও চিলাহাটি এক্সপ্রেস (৮০৫/৮০৬) বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়াবে না।
বিকল্প হিসেবে ট্রেন দুটি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করবে। ফলে ওই ট্রেনের যাত্রীরা বিমানবন্দর স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওঠানামা করতে পারবেন।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষ্যে নেওয়া কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
কার্যবিবরণী থেকে জানা যায়, ঈদযাত্রায় ভিড় এড়িয়ে যাত্রীদের ট্রেনে চড়া নির্বিঘ্ন করতে ৩ এপ্রিল থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে চলাচল করবে। ট্রেন দুটি বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না। ঈদুল ফিতরের দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
আরও জানা যায়, ৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
এমএইচএন/এসএসএইচ