সরকারি সম্পত্তি আত্মসাৎ
বিজেএমসি চেয়ারম্যান ও রূপগঞ্জের এসিল্যান্ডের বিরুদ্ধে অনুসন্ধান
লিজকৃত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ বিক্রয়পূর্বক আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের এসিল্যান্ড ও সাব-রেজিস্ট্রারে বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
বিজ্ঞাপন
এরই মধ্যে এ বিষয়ে দুই সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আকতারুল ইসলাম বলেন, অভিযোগটি অনুসন্ধান করে বিধি মোতাবেক প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠন এবং এক পরিচালককে তদারককারী কর্মকর্তা নিয়োগের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধি মোতাবেক অভিযোগটির অনুসন্ধানকার্য সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজেএমসির চেয়ারম্যান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের এসিল্যান্ড ও সাব-রেজিস্ট্রার পদ উল্লেখ করা হলেও তাদের নাম প্রকাশ করেনি দুদক।
আরএম/কেএ