বনানীর গোডাউন বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর বনানী এলাকার গোডাউন বস্তিতে আগুন লেগেছে। রোববার বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাদের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ওই ইউনিটগুলো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনার শুরুতে আগুন লাগার ঘটনাস্থল হিসেবে কড়াইল বস্তির কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরবর্তীতে পৃথক ক্ষুদে বার্তায় ঘটনাস্থল বনানী ১ নম্বর গেটের পাশে অবস্থিত গোডাউন বস্তির তথ্য জানায়।
এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ার সুপারবোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে এখন ১২টি ইউনিট কাজ করছে।
এমএসি/এসকেডি