‘আগুন নিভলেও ভেতরের অবস্থা এখনো খারাপ’
‘আগুন তো সকালে নিভছেই কিন্তু ভেতরের অবস্থা খুবই খারাপ। গরম আর ধোঁয়ার কারণে ভেতরে কিছুই করা যাচ্ছে না।’
রাজধানীর ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের কর্মচারী মিঠু জানািচ্ছিলেন আগুন লাগা ভবনের পরিস্থিতি।
বিজ্ঞাপন
মিঠু বলেন, আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ভেতরের অবস্থা এখনো খারাপ। ধোঁয়ায় ও গরমে কাজ করা যাচ্ছে না। কোনো মালামালই আমরা বাঁচাতে পারিনি। সব পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালগুলো এখন কোনোমতে সরাচ্ছি।
আরও পড়ুন
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভাঙ্গাপ্রেস এলাকার ক্রীড়াসামগ্রীর গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ১১টা ৪৫ মিনিটে সেখানে যায়। এরপর ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শুক্রবার সকাল ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে এই গোডাউনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ওএফএ/পিএইচ