চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ট্রাস্টি বোর্ডে কোটি কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সর্বশেষ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে কোনো ভাউচার ছাড়াই ১৫ লাখ টাকা লুটপাট করেন কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকেই দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি টিম এ অভিযান চালায়।

অভিযান শেষে বিকেল সাড়ে চারটার দিকে সহকারী পরিচালক এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, কল্যাণ তহবিলের নামে বিভিন্ন সময় অনিয়ম হয়ে আসছে। কোনো ভাউচার ছাড়াই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছি আমরা।

তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে প্রায় ২ কোটি টাকা, ২০-২১ অর্থবছরে ২ কোটি ৩২ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৫৫ লাখ টাকা ও ২০২২-২৩ অর্থবছরে ৫ কোটি ২০ লাখ টাকার অনিয়ম পাওয়া গেছে। যেগুলো কোনো ভাউচার ছাড়াই খরচ দেখানো হয়েছে। তারা কিছু ভাউচার দেখিয়েছে, কিন্তু সেগুলো কতটুকু সত্য তাও তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এনামুল হক বলেন, সর্বশেষ ১৭ মার্চ তারা ১৫ লাখ টাকার খরচ দেখিয়েছে। কিন্তু কোনো ভাউচার নেই। আমরা এসবের প্রাথমিক সত্যতা পেয়েছি। পরে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরএমএন/এসকেডি