ঢাকা জেলার ধামরাই উপজেলার বিভিন্ন ব্রিকস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসময় ক্লে ব্রিকস পণ্য প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহায়তায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা ও প্রসিকিউটিং কর্মকর্তা রিয়াজ হোসেন মোল্লা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ধামরাই উপজেলার মেসার্স রহমান ব্রিকস অ্যান্ড ব্লকস, মেসার্স মিয়াজ উদ্দিন ব্রিকস এবং মেসার্স তুহিন ব্রিকসে অভিযান চালানো হয়। এসব প্রতিষ্ঠানগুলো ক্লে ব্রিকস পণ্য বিএসটিআই সিএম লাইসেন্স না নিয়েই ব্যবসা পরিচালনা করছিল।

এই অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন, ২০১৮ এর ২১ এর ২৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

একইসঙ্গে জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরএইচটি/পিএইচ