গ্যাস পাইপলাইনের লিকেজের কারণে রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে, দ্রুততম সময়ে তা ঠিক করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশনের কাজের সময় নিয়োজিত ঠিকাদার কর্তৃক গ্যাস পাইপ লাইন ক্ষতিগ্রস্ত/লিকেজ হওয়ায় ঢাকা মহানগরীর উত্তর খান এবং দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

পাইপলাইনের মেরামত কাজ চলমান রয়েছে। অতি দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে মর্মে আশা করা যাচ্ছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখিত।

ওএফএ/কেএ