দুবাই ছাড়া সংযুক্ত আরব আমিরাতের অন্য ছয় শহরে এমপ্লয়মেন্ট ভিসা চালুর ব্যাপারে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে এ প্রসঙ্গে আলাপ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশির জন্য এখন শুধুমাত্র দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে। অন্য ছয়টি অ্যামিরেটসে এটি চালু নেই। সেটি চালু করার ব্যাপারে আলাপ করেছি। আকামা ট্রান্সফার অর্থাৎ একজন এপ্লয়ারের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া, তারা এটা এলাউ করেছে। কিন্তু সেটা করতে গেলে অনেক ফি দিতে হয় এবং অনেক সময় ঝামেলা পোহাতে হয়। সেটি যাতে না হয় সেটা নিয়ে আলাপ করেছি।

ড. হাছান বলেন, আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক। তারা বাংলাদেশে বিনিয়োগ করছে। চট্টগ্রামে বে-টার্মিনালে বিনিয়োগ করার জন্য কন্টাক্ট হয়েছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য আলোচনা হয়েছে। মাতারবাড়িতে যে ৩০০ একর জমি আছে সেখানে তাদের জমি নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি।

তিনি বলেন, আমরা গাজা ইস্যুতে আলোচনা করেছি। মুসলিম বিশ্ব কীভাবে একযোগে কাজ করতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি।

এনআই/এসকেডি