রাজধানীর ভাটারা থানার বসুমতি মূর্তি আনসার ক্যাম্প এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে লোহার পাইপ পড়ে মাথায় পড়ে মো. রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মী আফছার বলেন, রাজু ও আমি ঘটনাস্থলের পাশে মায়ের দোয়া রেস্টুরেন্টের কর্মচারী হিসেবে কাজ করি। রাজু রেস্টুরেন্টের পাশে কাজ করছিল। হঠাৎ পাশের নির্মাণাধীন ১০তলা ভবন থেকে একটি লোহার পাইপ রাজুর মাথায় পড়লে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানায় রাজু আর বেঁচে নেই।

তিনি জানান, রাজু চাঁদপুর সদরের গোবিন্দা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। সে ভাটারা এলাকায় থাকত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এসএসএইচ