গাজীপুরে দগ্ধ ৩ বছরের তাইবা না ফেরার দেশে
গাজীপুরের কালিয়াকৈর কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে তাইবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মৃত্যু হলো।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটি মারা যায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
আরও পড়ুন
তিনি জানান, সন্ধ্যার দিকে তাইবা নামে তিন বছরের এক দগ্ধ শিশু হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির ৮০ শতাংশ দগ্ধ ছিল।
বিস্ফোরণের ঘটনায় শুক্রবার সকাল দশটার দিকে একজন এবং শনিবার সকাল নয়টার দিকে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ডা. তরিকুল ইসলাম।
উল্লেখ্য, গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।
এসএএ/জেডএস