রাজধানীর পল্লবীর শহীদ জিয়া কলেজের পাশে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাসেল (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত রাসেল মিরপুর-১২ রোড-৫ বিহারি ক্যাম্পের শাহাদাত হোসেনের ছেলে। তিনি কারচুপির (বস্ত্রের ওপর নকশার কাজ) কাজ করতেন।

নিহতের মামাতো ভাই স্বপন বলেন, আমরা সবাই মিলে একটা ইফতার পার্টিতে পল্লবী পুরান থানা এলাকায় যাই। এ সময় রাব্বি, শাহীন, লাভলী, আকাশ, সাইমনসহ আরও ১০-১২ জন মিলে আমাদের ওপর হামলা চালায়। এতে রাসেল গুরুতর আহত হলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আসার পর চিকিৎসক জানান রাসেল আগেই মারা গেছে।

তিনি আরও জানান, রাসেল কারচুপির কাজ করত। আমাদের বাসা মিরপুর-১২ রোড-৫  বিহারী ক্যাম্পে থাকতেন।তার বাবার নাম শাহাদাত হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসকেডি