বাংলাদেশ সফরের আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মে‌হেদী হাসান।

গত বৃহস্পতিবার সুইডেনের রয়েল প্যালে‌সে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাৎ ক‌রেন রাষ্ট্রদূত।

স্টক‌হো‌মের বাংলাদেশ দূতাবাস জানায়, ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশ সফরের দি‌কে তাকিয়ে আছেন। তিনি সাম্প্রতিক সম‌য়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভিভূত। বিশেষ ক‌রে নারীর ক্ষমতায়ন, জলবায়ু প‌রিবর্তনজনিত অভিযোজন প্রক্রিয়া, ডি‌জিটালাই‌জেশন, প্রযুক্তির ব্যবহার, কমিউনিটি ক্লিনিক, সাসটেইনেবিলিটি (স্থায়িত্ব) ও পাট ও পাটজাত পণ্য।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফরে আসছেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। আগামী ১৮-২১ মার্চ তিনি বাংলাদেশ সফর করবেন।

এনআই/এমএ