নিউমার্কেটে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা
রমজানের প্রথম শুক্রবারে রাজধানীর নিউমার্কেটে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। পুরো এলাকা সরগরম ক্রেতাদের ভিড়ে। তাদের কেউ আসছেন কিনতে, কেউবা নতুন কালেকশন দেখতে। তবে বিক্রেতারা বলছেন, এখনও পুরোপুরি ঈদের বাজার জমে ওঠেনি। বেশিরভাগ ক্রেতা শুধু দেখতে আসছেন। বাজার জমবে আরও কিছুদিন পরে।
শুক্রবার (১৫ মার্চ) সরেজমিনে নিউমার্কেটে ঘুরে দেখা যায়, ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে ভিড় করেছেন নানা বয়সী ক্রেতারা। অনেকেই কেনাকাটা করছেন, আবার অনেকে ঘুরেফিরে দেখছেন।
বিজ্ঞাপন
লালমাটিয়া থেকে আসা ক্রেতা নাহিদা সুলতানা বলেন, এখনও তেমন কেনাকাটা করিনি, ঘুরে দেখছি। ভালো লাগলে কিনব।
শ্যামলী থেকে আসা ক্রেতা তাসনোভা বলেন, দুটো জামা কিনলাম, আরও কিছু কেনাকাটা করব। তবে ঈদের আগে আরেকবার মার্কেটে আসতে হবে।
আরও পড়ুন
মোহাম্মদপুর থেকে এসেছেন জিহাদুল করিম। তিনি বলেন, শেষ দিকে মার্কেটে খুব চাপ থাকে। তাই আজই শপিং সেরে ফেললাম। টুকটাক কিছু জিনিস পরে কিনে নেব।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের বেচাকেনা এখনও শুরু হয়নি। ১৫ রোজার পর বাজার জমজমাট হবে বলে প্রত্যাশা তাদের।
ব্যবসায়ী নূরনবী বলেন, কাস্টমাররা ঈদের কেনাকাটা শুরু করবে আরও কিছুদিন পর থেকে। যারা আসছে তাদের মধ্যে ক্রেতা কম।
আরেক ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, ঈদের বাজার এখনও শুরু হয়নি। ১৫ রোজার পর থেকে আশা করছি বেচাকেনা জমে উঠবে।
বিক্রেতা রুহুল আমিন বলেন, বেচাকেনা হচ্ছে, তবে কম। রোজার তো মাত্র শুরু, জমতে কিছুদিন সময় লাগবে।
ওএফএ/এসএসএইচ