‘ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানি’ বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের
বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। দুদেশের এ সম্পর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন।
স্থানীয় সময় বুধবার (১৩ মার্চ) ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠক করে এ অভিমত জানান ডিক ডারবিন।
বিজ্ঞাপন
বৈঠকে মার্কিন এই সিনেটর ‘ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানি’ বন্ধের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশি দূতের সঙ্গে বৈঠকের একটি ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে সিনেটর ডারবিন লিখেছেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেওয়ায় আমি বাংলাদেশের প্রশংসা করি। কিন্তু ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুদেশের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন
সিনেটর ডারবিন বলেন, বৈঠকে আমি আবারও ড. ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।
— Senator Dick Durbin (@SenatorDurbin) March 13, 2024
এদিকে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় আবারও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন মামলার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ড. ইউনূসকে হয়রানি ও ভয় দেখাতে এসব মামলায় আইনের অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এনআই/এমএসএ