বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য-বিনিয়োগ মিশনের বৈঠকে আলবার্টার ব্যবসায়ী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন দেশ‌টিতে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার ড. খ‌লিলুর রহমান। আগামী এপ্রিলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনে এডমন্টন চেম্বার অব কমার্সের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডগ গ্রিফিথসের আমন্ত্রণে একটি ব্যবসায়িক সভায় যোগ দিয়ে এ প্রস্তাব দেন হাইক‌মিশনার।

হাইক‌মিশনার খ‌লিলুর রহমান জানান, সভায় বাংলাদেশে কানাডিয়ান ব্যবসায়ীদের জন্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরি। এছাড়া আলবার্টার শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেই।

বৈঠকে অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান, ক্লিন এনার্জি, এভিয়েশন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারণের জন্য অভিপ্রায় ব্যক্ত করেন।

খ‌লিলুর রহমান বলেন, আগামী এপ্রিল ২০২৪-এর তৃতীয় সপ্তাহে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির নেতৃত্বে ঢাকায় আসন্ন প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ মিশনের বৈঠকে উপস্থিত আলবার্টার ব্যবসায়ী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করতে প্রস্তাব দেই এবং তাদের অন্তর্ভুক্তির বিষয়ে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির সঙ্গে কথা বলবেন বলে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

এছাড়া আলবার্টা ও এডমন্টনের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে ঢাকায় একটি পৃথক প্রাদেশিক বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর বিষয়েও উপস্থিত সবাইকে প্রস্তাব দেই এবং এ বিষয়ে হাইকমিশন থেকে সব ধরণের সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করি।

সভায় কানাডার আলবার্টা প্রদেশের ফার্মাসিউটিক্যাল, এভিয়েশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উদ্ভাবনসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী ও  শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআই/এমজে