আবাসিক ভবনকে বাণিজ্যিক ব্যবহার, ট্রেড লাইসেন্স নেওয়া ভুল ঠিকানায়, রাজউক-ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই- এমন বিভিন্ন অভিযোগে বনানীর তিনটি রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। রেস্তোরাঁগুলো হলো- তাজিন নওয়াবি কুইজিন, টার্কিশ আদানা কাবাব এবং পাইনউড রেস্তোরাঁ।

সোমবার (১১ মার্চ) রাজধানীর বনানী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন।

নির্বাহী ম্যাজিস্ট্রট বলেন, এই ভবনগুলো আবাসিক, তাই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কোনে সুযোগ নেই। তারা রাজউক বা ফায়ার সার্ভিস থেকে কোানো ছাড়পত্র নেয়নি, এছাড়া সিটি কর্পোরেশন থেকে যে ট্রেড লাইসেন্স নিয়েছে তা অন্য ঠিকানা দেখিয়ে। এসব অভিযোগের কারণে এই তিনটি রেস্তোরাঁকে এক লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জুলকার নায়ন আরও বলেন, রমজান মাস বিবেচনা করে তাদের আপাতত উচ্ছেদ না করে জরিমানা করা হলো। সেই সঙ্গে তাদেরকে সময় দেওয়া হয়েছে যেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবাসিক ভবন ছেড়ে দিয়ে বাণিজ্যিক ভবনে তাদের রেস্তোরাঁ পরিচালনা করে।

এএসএস/জেডএস