চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তে খোলা স্থানে রাখা প্লাস্টিকের ড্রামে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (১০ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা ২৫ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, টানেলের আনোয়ারা প্রান্তে খোলা স্থানে আগুনের সংবাদ পেয়ে দ্রুত ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানানো হবে।

এমআর/পিএইচ